মার্কেট এনালাইসিসের ধাপসমুহ- পর্ব ০৪

শেয়ার
বিজনেস বিষয়ক নানা সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারার মধ্যেই মার্কেট অ্যানালাইসিসের সার্থকতা। মার্কেট অ্যানালাইসিসের মূল লক্ষ্য চারটি বিষয় ঘিরে:
  • পণ্য: পণ্যের সাফল্য বা দিকনির্দেশনার জন্য মার্কেট অ্যানালাইসিস করা দরকার। এতে সঠিকভাবে পণ্যের ম্যানেজমেন্ট ও নানারকম সমস্যার সমাধান করা সম্ভব হবে।
  • সেলস: কাস্টমারদের চাহিদা পূরণ করা ও তাদের ধরে রাখার জন্য সেলস টিমের মার্কেট অ্যানালাইসিস দরকার হয়।
  • মার্কেটিং: মার্কেটিং বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেয়া, নানারকম ক্যাম্পেইন ইত্যাদির জন্য মার্কেটিং টিমের মার্কেট অ্যানালাইসিসের দরকার হয়।
  • এক্সিকিউটিভ: কোম্পানির কৌশল ও বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের মার্কেট অ্যানালাইসিসের তথ্য দরকার হয়।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *