আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা কাজের জন্য স্পেস দিতে শিখেন নাই কিংবা ইচ্ছে করে দেন না।এটা আসলে কখনোই ভালো কিছু বয়ে আনেনা আমাদের জীবনে।
ধরুন,
আপনার বাড়িতে রান্নাঘরের কাজটা যার, এই কাজের দ্বায়িত্বটা যার, আপনি তাকে বারবার জ্ঞান দিচ্ছেন- এটা এমন না, এমন করতে হবে।এইটা এভাবে না, এভাবে করতে হবে।এটা আসলে ঠিক না কোন দিক থেকেই।
একান্তই নতুন কোন মানূষের বেলাতে, সে সাহায্য চাইলে তাকে আপনি সাহায্য করতে পারেন কিন্তু বারবার তাকে ফোর্স করা ঠিক না।
আবার উলটা দিকটা একটু দেখুন-
আপনি যদি আপনার হাসব্যান্ডকে, তার কাজের জায়গাতে ডিরেক্ট করলে, সেটাও আসলে ভালো কিছু বয়ে আনেনা। যেকোন বিষয়ে, পরিবারের সাথে আলোচনা করা যেতে পারে।আর পরিবারের উচিত, যতটা সম্ভব সাপোর্ট করা কিন্তু বাস্তবে এইদেশে হয় উলটা।
মুল কথাটা হলো- যিনি স্বপ্ন দেখেন, তিনি তার মত করেই গল্পকে সাজাত এবং সেভাবেই কাহিনির প্লট সাজান।তার চোখেই সবচেয়ে সুন্দরভাবে ধরা পড়বে- কোনটা কিভাবে আর কেমন করে করা উচিত।
মুল কথা হলো- যার হাতে স্ট্রাইক , তাকেই বোর্ডের গুটিটা খেলতে দিন।