সফলতায় আমাদের এত অনিহা কেন?

একটা ছোট কিন্তু দারুণ চিন্তার জায়গা তৈরি করে দেই…
জানেন কি?
১ থেকে ৯৯৯ পর্যন্ত ইংরেজিতে কোনো সংখ্যার বানানে “A” বর্ণটি নেই।
ভাবুন তো—”A”, যেটা ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর, সেটাকেও ১০০০ (Thousand) পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
এ থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি—
সফলতা মানেই সময়, ধৈর্য আর অবিরত চেষ্টার ফল।
জ্ঞানীরা বলেন, সফলতার জন্য দরকার দুটি জিনিস:
✅ প্রথমত: সঠিক লক্ষ্য নির্ধারণ
আমরা অনেকেই এই কাজটি করি। স্বপ্ন দেখি, প্ল্যান করি, উৎসাহে ভরে যাই।
কিন্তু…
❌ দ্বিতীয়ত: সেই লক্ষ্য অনুযায়ী নিয়মিত কাজ করা — এখানেই বেশিরভাগ মানুষ পিছিয়ে যায়।
কারণ আমরা জানি না,
🔁 কতবার চেষ্টা করলে সফল হবো?
⏳ কত সময় দিলে সফলতা ধরা দেবে?
হয়তো আপনাকেও ৯৯৯ বার চেষ্টার পরে তবেই “A” এর মতো Thousand-এ পৌঁছাতে হবে!
🙁 অথচ আমরা নিয়মিত পড়তেই চাই না… একটু বড় লেখাই পড়তে বিরক্তি লাগে, নিয়মিত চেষ্টা তো অনেক দূরের কথা!
📚 জ্ঞান অর্জনের অভ্যাস গড়ি না,
🚫 কনসিসটেন্ট কাজ করাটা আমাদের দুর্বলতা।
✅ আসুন, আমরা দ্বিতীয় ধাপে জোর দিই—
“নিয়মিত চেষ্টা”
“অভ্যাসে পরিণত করা”
“ধৈর্য ধরে এগিয়ে যাওয়া”
কারণ সফলতা একদিনে আসে না, কিন্তু একদিন ঠিকই আসে—যদি আপনি লেগে থাকেন।
🗣️ আপনার জীবনেও কি এমন কিছু আছে যেটায় আপনি ‘999’ বার চেষ্টা করতে রাজি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *