একটা ছোট কিন্তু দারুণ চিন্তার জায়গা তৈরি করে দেই…
জানেন কি?
১ থেকে ৯৯৯ পর্যন্ত ইংরেজিতে কোনো সংখ্যার বানানে “A” বর্ণটি নেই।
ভাবুন তো—”A”, যেটা ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর, সেটাকেও ১০০০ (Thousand) পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
এ থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি—
সফলতা মানেই সময়, ধৈর্য আর অবিরত চেষ্টার ফল।
জ্ঞানীরা বলেন, সফলতার জন্য দরকার দুটি জিনিস:

প্রথমত: সঠিক লক্ষ্য নির্ধারণ
আমরা অনেকেই এই কাজটি করি। স্বপ্ন দেখি, প্ল্যান করি, উৎসাহে ভরে যাই।
কিন্তু…

দ্বিতীয়ত: সেই লক্ষ্য অনুযায়ী নিয়মিত কাজ করা — এখানেই বেশিরভাগ মানুষ পিছিয়ে যায়।
কারণ আমরা জানি না,

কতবার চেষ্টা করলে সফল হবো?

কত সময় দিলে সফলতা ধরা দেবে?
হয়তো আপনাকেও ৯৯৯ বার চেষ্টার পরে তবেই “A” এর মতো Thousand-এ পৌঁছাতে হবে!

অথচ আমরা নিয়মিত পড়তেই চাই না… একটু বড় লেখাই পড়তে বিরক্তি লাগে, নিয়মিত চেষ্টা তো অনেক দূরের কথা!

জ্ঞান অর্জনের অভ্যাস গড়ি না,

কনসিসটেন্ট কাজ করাটা আমাদের দুর্বলতা।

আসুন, আমরা দ্বিতীয় ধাপে জোর দিই—
“নিয়মিত চেষ্টা”
“অভ্যাসে পরিণত করা”
“ধৈর্য ধরে এগিয়ে যাওয়া”
কারণ সফলতা একদিনে আসে না, কিন্তু একদিন ঠিকই আসে—যদি আপনি লেগে থাকেন।

আপনার জীবনেও কি এমন কিছু আছে যেটায় আপনি ‘999’ বার চেষ্টা করতে রাজি?