স্বপ্ন যখন উদ্যোক্তা হবো পর্ব-০৭

চারিদিকে দিকে ভীষণ অন্ধকার হয়ে আসছে, বেলা ১ টার সময় কে যেন মনে হচ্ছে সন্ধ্যা ৭ টা বা তার একটু বেশি।

Nadira Rahman Dipu আপু রান্নার তোড়জোড় বাড়িয়ে দিয়েছেন কেননা আজ তার বাসায় মেলা বসবে সকলের যারা আবার খিচুড়ি খাবে Lipi Chowdhury এর হাতের।

তাই ওনারা বেশ ব্যাস্ত।

এমন সময় Daisy Nur আপুর গাড়ি এসে হর্ন বাজাচ্ছে বাসার সামনে কেননা উনি আজ জমি কিনবেন।

একই সাথে সেই তালিকায় নাম আছে Madhurjo Marshad Rakifa Akter Ratna Asif Abdullah এনাদের ও।

এমন সময় Yemeni Ibnul ভাই এলেন হাতে কিছু ইলিশ নিয়ে, কেননা খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা ও হবে আজ।

Jubaer Noman ভাই এসেছেন শুটকি নিয়ে।

এদিকে জমি বিক্রেতা সৌভিক সাহেব আসতে দেরি করছেন দেখে Jakia Tanni ফোন দিলেন আরে কি ব্যাপার খাবারের পর্ব শেষ হবার আগে তো ঐ কি সব জমি জমার হিসাব টা ক্লিয়ার করি।

উনি ফোনে জানালেন Adv Esmatulla Lucky কে সাথে আনা লাগবে তো উকিল মানুষ।

তাই লেট হচ্ছে।

অবশেষে সবাই এলেন এবং আলোচনা শুরু হলো কে কতটুকু জমি কিনবে সেটা নিয়ে।

স্বপ্ন যখন উদ্যোক্তা হবো।

নতুন দের জন্য সম্পূর্ণ গাইডলাইন পর্ব-০৭

টপিক: জমি কেনা বা হোষ্টিং

হোস্টিং কি ?

অনেকেই ডোমেইন কি তা জানেন কিন্তু হোস্টিং কি তা জানেন না। আপনি একটি ডোমেইন কিনলেন তাহলে আপনি আপনার ওয়েবসাইটের একটি নাম কিনলেন। আপনার ওয়েবসাইট কে এমন একটা পিসি তে রাখতে হবে যেটা ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অন থাকবে। সবসময় চালু থাকে এমন একটা পিসিতে আপনার ওয়েবসাইট রাখার সুবিধা দিয়ে থাকে হোস্টিং কোম্পানীগুলো। হোস্টিং কোম্পানীগুলো মাসিক বা বাৎসরিক টাকার বিনিময়ে এ সার্ভিস দিয়ে থাকে। বিভিন্ন কোম্পানী বিভিন্ন ধরনের মূল্যে হস্টিং প্রভাইড করে। বাংলাদেশে আপনাকে হোস্টিং নিতে হলে বিভন্ন কোম্পানীকে বিভিন্ন ধরনের মূল্য পরিশোধ করতে হবে। তাদের পিসি থেকে নিদৃষ্ট পরিমান জায়গা আপনাকে কিনে ব্যবহার করতে হবে।আর আপনি আপনার ওয়েবসাইটের জন্য যে জায়গাটা কিনবেন সেইট হলো হোস্টিং।আপনি চাইলে আপনার বাসার পিসিতেও আপনার ওয়েবসাইট রাখতে পারেন কিন্তু আপনার বাসার পিসি কি ২৪ ঘন্টা ৩৬৫ দিন চালু থাকে?

আপনি আপনার পিসিতে ওয়েবসাইট রাখলে আপনার কম্পিউটার বন্ধ বা ইন্টারনেট সংযোগ না থাকলে আপনার ভিজিটর আপনার ওয়েবসাইট দেখতে পারবে না।আপনি যে পিসিতে আপনার ওয়েবসাইট হোস্ট করবেন সেটা সবসময় চালু থকতে হবে। আনার সাইট হোস্ট করা পিসি চালু থাকলেই আপনার ভিজিটর আপনার ওয়েবসাইট দেখতে পাবেন।

বাংলাদেশের হোস্টিং কোম্পানী সহ বিশ্বের যে সকল হোস্টিং কোম্পানী আছে, তারা বিভন্ন ধরনের হোস্টিং বিক্রি করে।

যেমন: শেয়ার হোস্টিং, ভিপিএস, ডেডিকেটেড সার্ভার ইত্যাদি।

আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে হোস্টিং স্পেস কিনতে হবে।

যারা জানে না তারা অনেকেই মনে করেন ডোমেইন হোস্টিং মনে হয় একই জিনিস ।

অথবা একটা কিনলে ২ টাই পাওয়া য়ায়। না মুলত ডোমেইন এক জিনিস আর হোস্টিং আরেক জিনিস। ২ টাই আপনাকে কিনতে হবে অলাদা আলাদা টাকা দিয়ে। তবে সাধারনত যারা হোস্টিং বিক্রয় করে তারা ডোমেইন ও বিক্রি করে। আপনি চাইলে একই প্রোভাইডারের কাছ থেকে ২ টাই কিনতে পারেন। আবার চাইলে আলাদা কোম্পানীর কাছ থেকেও কিনতে পারেন।

তবে আমি বলবো আপনি ডোমেইন এবং হোস্টিং একই কোম্পানীর কাছ থেকে কিনেন তাতে আপনার মেইনটেনেন্সে সুবিধা হবে।

শুভ কামনা সবার জন্য

সৌভিক

কাজ করছি এফ-কমার্স ও ই-কমার্সের সব কিছু নিয়ে।

ফাউন্ডার এন্ড সি ই ও- আই সি টি কেয়ার/ICT CARE

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *