স্বপ্ন যখন উদ্যোক্তা হবো পর্ব-9

সকাল থেকেই বাজারে পাঠিয়ে দেয়া হয়েছে সৌভিক কে।
Sabrin Rahman আপু বলেছেন ওনার জন্য কিস সব কিনে নিয়ে যেতে উনি নাকি সব বাচ্চাদের জন্য স্পাইডার ম্যান কেক বানাবেন স্পন্সর শিপ করবেন ওনার Home Cuisine এর পক্ষ থেকে।

এদিকে Farhana Afroz Tonni আপু
কড়া ভাষায় বলে দিলেন বাজার থেকে গরুর সামনের রান, সিনা, ও গর্দানের গোশত নিয়ে যেতে কালা ভুনা তৈরি হবে এটার স্পন্সর হয়েছেন রান্নার কাব্য।

আর Sunjida Hossain Lima আপুর চাহিদা হলো কেকের সকল উপকরন নিয়ে যেতে হবে উনি আবার বিকালে সব বড়দের জন্য কাষ্টমাইজ কেক বানাবেন।

এদিকে Madhurjo Marshad আপু আবার জানালেন উনি সবার চেহারায় মাধুর্যতা এনে দিতে কিছু কাপড় আনতে বলেছেন যা সকলের জন্য মাধুর্যতার পক্ষ থেকে গিফট হবে।

এত বাজার করতে হবে এই চিন্তায় সৌভিক তো পালানোর যোগাড়।
বুদ্ধি বের করে আজকের দাওয়াতের সকল অতিথিদের মধ্যে থেকে Jubaer Noman ভাই কে, Gm Kowsar ভাই কে আর Yemeni Ibnul ভাই কে ডেকে নিলেন যে বাজারে যাবেন।

এদিকে বাজারে ঢোকার পরেই Marifa Mukta ফোন করে জানালো যে ওর আহা এর পক্ষ থেকে সবাই কে স্পঞ্জ রসোগোল্লা খাওয়াবে।

এটা রাখার পরেই Ferdousi Akhter ফোন দিয়ে বললেন কিছু কৌটা নিয়ে যেতে উনি সবার জন্য purity and trust এর পক্ষ থেকে খাটি গাওয়া ঘি দিবেন।

এদিকে আরেক বড় বোন Tasnem Binte Mahbub ফোন করে জানালেন উনি ও কিছু গিফট ব্যাগ নিতে বলেছেন তাতে জামদানি রানী কাকলী আপু আর Razib Ahmed এর জন্য জামদানী পাঞ্জাবি দিবেন।

এর মাঝে হঠাত দেখি Marin Naznin আপু এসে হাজির বলেন ঐ সৌভিক তুই আমায় না ডেকে চলে এলি কেন?
আমি তো হা হয়ে আছি।
বলে আরে আমি ও তো Towfa এর পক্ষ থেকে সবাই কে তোফা দিতে চাই।

আমি আবার ফোন টা বের করে Asif Abdullah কে ফোন দিলাম।
দোস্ত তুই আজকের কমিউনিটি আড্ডায় আসার সময় শমসেরি চা নিয়ে আসিস।
তাতে অন্তত আমার ক্লান্তি টা একটু দূর হবে।
আমার বোন গুলা সব আকার উপরে বাজারের ব্যাগ চাপাচ্ছে।

ওদিকে Nadira Rahman Dipu আপু জানতে চাইলো এই সৌভিক ভাই আপনি সবার এত নাম নিচ্ছেন কেন?

এদিকে ডেন্টিষ্ট Harley Queen ফোন দিয়ে বলছেন আপনি কোথায়?
আমি লগো ডিজাইন করাবো আর পেজের সব কাজ করাবো।
আপনাকে দরকার।

এদিকে Daisy Nur আপু বলছেন ম্যাসেজ করে ভাই আমার কাজ কতদুর?
পুরো কোম্পানির কাজ আপনার কাছে দেয়া।

সৌভিক এবার উত্তর দিচ্ছে
স্বপ্ন যখন উদ্যোক্তা হবো।
নতুন দের জন্য সম্পূর্ন গাইডলাইন পর্ব-১০

টপিক: কমিউননিটি এর গুরুত্ব।

আরে সারা দিন কাজ করলেই হবে?
কমিউনিটি বাড়াতে হবে না?

Jakia Tanni আপু কে বলছি শোনেন সবাই কে বলুন এফ-কমার্সে ফেস ভ্যালু ই আসল।
তাই প্রোফাইলের লক ছাড়ান আর পরিচিতি তৈরি করুন।

যাকে চিনি তার থেকে কিনি তো জানেন ই।
আরো কিছু জানতে চান?
উপরে যাদের নাম বললাম তাতে আমার দুইজন বন্ধু বান্ধবী ছাড়া বাকী সঅবঅব এখান থেকেই এসেছে।

তাহলে কমিউনিটি এর গুরুতে বোঝেন?

বাকী অংশ রাতের পোষ্টে পাবেন।

শুভ কামনা সবার জন্য।
সৌভিক
কাজ করছি এফ-কমার্স ও ই-কমার্স নিয়ে

ফাউন্ডার এন্ড সি ই ও- আই সি টি কেয়ার/ICT CARE

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *