১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট – ৭৩

সফল হবার জন্য দুইটি নিয়ম আছে-
✅ আপনি আসলে জীবনে কি করতে চান সেটা স্থির করুন
✅ তারপরে তা করতে থাকুন
যখন SSC দেবার পরে মাঝের সময় টা তে Physics, math, chemistry (HSC এর টা) বই গুলার ১ম পার্ট শেষ করার পরে পারিবারিক ভাবে সিধান্ত হলো যে আমি ডাক্তারি পড়ছি না তখন ই ভেবে নিলাম যে আমি হয়তো কারিগরি তে যাচ্ছি আর আমার লাইফের অনেক স্বপ্ন বিসর্জন দিচ্ছি।
সবাই চেয়েছিলো আমি সিভিলে পড়ি, একদিন এলাকার বিলে গেলাম কয়েকটা বন্ধু মিলে আর সেখানে দেখলাম জুয়া খেলার অপরাধে কিছু মানুষ কে আটক করলো পুলিশ আবার ছেড়ে ও দিলো (পুলিশের ড্রেস তার ছিলো না)
কেউ একজন জানালো যে সিভিল ড্রেসে এসেছে তো তাই এই হাল।
ঐ যে মাথায় ঢুকলো আমি সিভিল মানে অর্ডিনারী কোন সাবজেক্টে পড়বো না ব্যাস।
এবার মোটামুটি জানার চেষ্টা করলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসলে কি ব্যাপার টা।
ঐ সময় জানা টা কঠিন ছিলো কারন এখন কার মত৷ Google ও YouTube এর এত প্রচলন ছিলো না।
জেনে বুঝে দেখলাম আমার দ্বারা এটাই হওয়া উচিত কারন আমি ক্রিয়েটিভ কিছু পছন্দ করি।
ক্রিকেট মাঠে ও একার ক্যাপটেন্সিতে বহু ম্যাচ জিতিয়েছি আমি।
যেই ভাবা সেই কাজ ভর্তি পরীক্ষার ফর্ম ফিলাপেও কারচুপি করেছিলাম কম্পিউটার এ পড়বো বলে (সেই গল্প পরে বলবো)
আর ভর্তির পর থেকে আস্তে আস্তে গত ১৪ টা বছরে স্বপ্নের পিছনে ছুটছি।
গত ৬ বছর ছুটেছি পুরো দমেই।
১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট গুলির প্রায় ৯০% বা তার চেয়ে বেশি মিলেছে আমার লাইফের সাথে তাই আমি খুব মজা নিয়েই লিখছি।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *