১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট – ৭৮

নিজেকে নিয়ে ৫ টি স্বপ্নের কথা
✅ নিজেকে একজন মানুষ হিসাবে গড়ে তুলতে চাই সবার আগে।
যে মানুষের কল্যানে কাজ করবে বস না হয়ে নেতা হয়ে কাজ করবে।
✅ ICT CARE কে সারা বাংলার কাজে লাগাতে চাই, যেখান থেকে সেবা নিয়ে ঠকবে না একটা মানুষ ও।
সকলের সাথে সম্পর্ক টা হবে একটা রোল মডেল যার কথা থাকবে প্রতিটি মানুষের মুখে মুখে।
✅DPB (Dreaming Platform Bangladesh) যেটা আমার স্বপ্ন এটা কে নিয়ে আমি পৌছাতে চাই গ্রাম্য গৃহবধু যার মাঝে নাই কোন বিজনেস নলেজ কিন্তু অন্তত একটি সৃজনশীল চিন্তা আছে তাকে নিয়েই কাজ করতে চাই এটার মাধ্যমে
শুধু সপ্ন দেখাবে না স্বপ্নের পিছনে ছুটে চলতে ও শেখাতে চাই।
✅ একটা দাতব্য প্রতিষ্ঠান বানাতে চাই।
মেইনলি আমি আমার প্রতিষ্ঠানের অর্থেই একটি দাতব্য সংস্থা চালাতে চাই এখন ও আছে চুপিসারে Project For Humanity Development (PHD) যা থেকে ৫ জন শিখার্থীকে প্রতি মাসে পড়ার খরচ দেয়া হয়।
চালানো হয় ব্লাড ডোনেশন ও অন্যান্য সমাজ সেবা মুলক কার্যক্রম।
কিন্তু এর সিংহভাগ অর্থেত যোগান দাতা আমার বন্ধু বান্ধব সার্কেল ও আপনারা এখান কার অনেকেই।
সর্বশেষ প্রজেক্ট ছিলো ওলি চাচার মাসিক খরচ বেয়ার করার জন্য মাসিক ১৫/২০ জন ডোনার খুজে বের করা যার কাজ আজো চলমান।
এই দাতব্য সংস্থাকে আমি সারা বাংলার মানুষের কাজে নিয়োজিত করতে চাই।
✅ একটি স্কুল, একটি মসজিদ ও একটি হসপিটাল প্রজেক্ট।
জীবনে নিজ সামর্থ্যে এই প্রতিষ্ঠান গুলি তৈরি করতে চাই।
একটি মডেল মসজিদ যেখানে বসে আধুনিক সকল সুবিধা সহ তৈরি হবে সত্যিকারের মুসলমান ও ঈমান ওয়ালা মানুষ।
একটি স্কুল যেখানে সকল ইন্টারন্যাশনাল সুযোগ সুবিধা সহ লেখাপড়ার সুযোগ থাকবে কিন্তু ৯০% শিক্ষার্থী হবে ঘরহীন ও শিক্ষার আলো বঞ্চিত।
এটার প্ল্যান করেছিলাম বন্ধুদের সাথে নিয়ে কিন্তু সময়ের পরিক্রমায় তারা টাকা ইনকাম করা ছাড়া এমন প্রজেক্টে কাজ করতে রাজী হয় নাই।
তাই আমি একাই স্বপ্ন দেখি।
একটা হসপিটাল যেখানে আধুনিক সুবিধা থাকবে সব কিন্তজ চিকিৎসা সেবা ফ্রী থাকবে সকল এতিম বাচ্চা ও রাস্তায় বসবাস করা মানুষের জন্য।
থাকবে ফ্রী ব্লাড ডোনেশন ক্যাম্প ও।
আছে অনেক স্বপ্ন কিন্ত বললে অনেক হয়ে যাবে তাই থামাতে হলো
Razib Ahmed

স্যার সুযোগ দিলেন বলেই ৫ টা স্বপ্ন বলে ফেললাম।

কষ্ট নিয়ে পড়েছেন বলে কৃতজ্ঞতা জ্ঞাপন করি।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *