কিভাবে করবেন গুগলে ইমেজ সার্চ?

আমরা যারা গ্রুপে রয়েছি তাদের সকলের ই দরকার হয় গুগলে সার্চ করে পড়ার। আবার অনেকের ই হয়তো কোন ছবি দেখে পছন্দ হয় তখন তার দরকার পড়ে কীভাবে সার্চ করলে এমনন টাইপের ছবি পাওয়া যায়?
এই সকল সমস্যার সমাধান দিবে আপনাকে গুগলে ইমেজ সার্চ।
ষ্টেপ-১: গুগল ক্রোম ব্রাইজারে যান, চিত্র অনুযায়ী ক্লিক করুন ইমেজে যে।
ষ্টেপ-২: এবার ২য় চিত্রে দেখুন ইমেজ অপশন এসেছে, ঐখানে ক্লিক করুন।
ষ্টেপ-৩: এবার ক্লিক করুন ৩য় চিত্র অনুযায়ী
ষ্টেপ-৪: এবারে ক্লিক করুন ৪র্থ চিত্র অনুযায়ী এবিং এপনার ডিভাইস থেকে ছবি সিলেক্ট করে দিন।
তাহলেই পেয়ে যাবেন কাংখিত ফলাফল।
এটি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন।
কাজ করছি লগো,ফেসবুক পেজ ডেকোরেশন ও ই-কমার্স সাইট নিয়ে।
Founder & CEO- ICT CARE & Easysodai
For Inbox Click Here

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *