১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট -১০

সবুরে মেওয়া ফলে
যখন শুরু করেছিলাম তখন ইনিশিয়াল টার্গেট হলো ১০ এখন সেই ইনিশিয়াল টার্গেটে আমি পৌছেছি।
এইখানে দাঁড়িয়ে পরের টার্গেট টা ফিক্স করছি।
আমি খুব তাড়াহুড়া করে ক্যারিয়ারের কোন কাজ করার ই পক্ষ্যে নয়।
আপনি বাজারে কেনাকাটা করতে বললে আমি কিন্তু আবার উল্টা কারন আমার মনে হয় যত দেখবো ততই আমার হেজিটেশন কাজ করবে।
আর লাইফে ক্যারিয়ার প্ল্যানিং এ আমি সর্বোচ্চ সময় নেবার পক্ষ্যে।
কেননা প্ল্যানিং যত পারফেক্ট হবে আর সেটার এক্সিউকশন যত সুন্দর হবে ততই আপনার সাফল্যের হার বাড়বে।
রাতারাতি লাখ পতি হবার স্বপ্ন আমি দেখি না বা নাম কামানোর চেষ্টা ও করি না
কারন আমি খুব আস্তে ধীরে কাজে লাগাতে চাই আমার সামনে আসা সুযোগ গুলিকে।।।
এজন্য আমি আমার কাজের জন্য ডিড করার সময় ও এমন করেই হিসাব করে নিই সকলের সাথে।
সবুরে ম্যাওয়া ফলে এই কথার প্রমান দিতে গেলে ১০ মিনিটের পোষ্ট ১০ দিনে গেলেও অবাক হবার কিছু নাই
শুধু মনের মাঝে বিশ্বাস রেখে এগিয়ে যেতে চাই সততার সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *