১০ মিনিট স্কিল ডেভলপমেন্ট পোষ্ট – ০১

১১ই জানুয়ারী ২০২১ শুরু হলো একটা নতুন অধ্যায়ের, যা আমার নিজস্ব স্কিল বৃদ্ধি করতে সাহায্য করবে।

আপনারা অনেকেই অনলাইন বিজনেসে এসেছেন অনেকটা বেসিক আইটি তে ও হাতে খড়ি নাই এমন ভাবে।

অনেক গ্রুপে একটিভ ও থাকেন একটা ভালো ফলাফলের আশায়। ব্যাবসা তে সেটেল হওয়া কিংবা উদ্যোগে পথচলা টা মসৃন হোক এটাই সবার চাওয়া থাকে। কিন্তু আমরা সবাই জানি Life is not a bed of roses, তাও কাঁটা ছড়ানো জীবনে নিজেকে করতে হয় সবার থেকে আলাদা। আলাদা করতে গেলে নিজের স্কিল কে বাড়াতে হয়, যেকোন কাজ ধৈর্য আর অধ্যাবসায়ের সাথে নিয়ম তান্ত্রিক ভাবে করতে হয়। কঠিন একটা কাজ ও যদি আপনি বার বার করেন তাহলে সেটা ও চলে আসবে আপনার আয়ত্বে। আজ থেকে শুরু করছি আমার এই চেষ্টা, আপনারা যারা চেষ্টা করবেন আমার কথা মত তারা হয়ে যাবেন অন্যদের চেয়ে আলাদা। আমি কোন ভবিষ্যৎ বানী বলে দেয়া জোত্যিষ নই তবে আমি এটার শিউরিটি দিতে পারি। প্রতিদিন আমার দেয়া স্কিল ডেভলপমেন্ট পোষ্ট পড়ুন আর সেটার আলোকে সারাংশ টাইপ কমেন্ট করুন। পরবর্তীতে সেটাকে নিয়ে ভাব সম্প্রসারণ আকারে পোষ্ট করুন।

কেন মানবেন আমার কথা? মানার জন্য আমি জ্বোর করবো না তো কাউকে। আপনার ইচ্ছা।

এটা মেনে লাভ কি? কোন লাভ নেই, শুধু সময় নষ্ট ছাড়া।

করতে এসেছি ব্যাবসা। সেল বাড়বে কিভাবে সেটাই ভাবি। অবশ্যই আপনি ব্যাবসা ই করবেন কিন্তু মানুষ যে বোকা নয়।

লাইফে পড়ালেখা টা ই ঠিক করে নিজের সময় করি নি আর আপনার কথা মেনে পড়বো? আপনি তো বোকা না। বোকা হলে পড়বেন।

আপনার গ্রুপে থাকতে হলে কি এটা করতে হবে? গ্রুপ টাই তো আমার না, আপনার ও আপনাদের। আর এই গ্রুপে থাকার জন্য কাউকে ইনভাইট ও করতে হয় না আবার কাউকে জ্বোর করে ও কিছু করাতে হয় না।

তা ভাই আপনার কি লাভ এসব করে? আমার অনেক লাভ। এই যে একবার পড়লেন, তারুরে আবার পড়বেন। আমায় নিয়ে দুই চার কথা একে ওকে বলবেন। আমার পরিচিতি হলো। এটাই লাভ।

মাথা খারাপ আপনার আমার মাথা খারাপ করেন না। জ্বী। আমি কোন ভাবেই চাই না আমার দ্বারা কেউ কষ্ট পাক। আমার কথা শোনার বা মানার জন্য কষ্ট করা লাগবে না।

এত কথা বললেন কিন্তু একটাও উপকার বললেন না। তাও কেন পড়বো? কেন সময় দিব? আপনি তো গুরু মানতে শেখেন নি, যারা গুরু মানে তারা জানেন যে গুরু যা বলবেন যা করবেন তাতেই শিষ্যের উপকার নিহিত। অথচ আপনি উপকার খুজছেন? এমন কোন উপকার নাই। পোষ্ট টি পড়তে কত সময় নিলেন? সেটা লিখতে পারেন কমেন্টে। এটায় অংশগ্রহণ করার নিয়ম জানতে আমার নামের উপর ক্লিক করুন দেখবেন আগের পোষ্টেই নিয়ম দেয়া আছে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *