এমন অনেকেই আছেন যারা বাড়িতে প্রোডাক্ট রাখেননা,দোকান থেকে ছবি নিয়ে সেগুলি বিজ্ঞাপন দিয়ে অর্ডার এলে তারপরে পন্য এনে কুরিয়ার করে প্রোডাক্ট পৌছে দেন।এখানে এই ব্যাপার নিয়ে আমার কোন কমপ্লেইন নেই,কিন্তু কমপ্লেইন হলো- এমন যারা আছেন তারা ফটোগ্রাফি করতে চাননা এই জায়গাতে।
আমি মেনে নিচ্ছি যে এটা খুবই যুক্তিসঙ্গত কথা- ছবি ই নাই,তাহলে আবার কিসের ফটোগ্রাফি?
অর্ডার হবার পর প্রোডাক্ট কিনে ডেলিভারি দেন তাহলে কি করা যায়? গুগল থেকে নিবেন? এছাড়া যদি কোন পথ খোলা না থাকে তাহলে মাধ্যম হিসাবে গুগল থেকেই নেন, তবে অবশ্যই ভালো রেজুলেশন দেখে নেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এডিট করে তারপরে ছাড়ুন।
নিজের লোগো, ব্র্যান্ডিং কালার এগুলি দিয়ে একটা ফ্রেম তৈরি করে সেটার মধ্যে ছবি দিয়ে এরপর আপলোড করেন। তবে প্রোডাক্ট এর ছবিটা ফোকাস করার চেস্টা করবেন, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য যেনো প্রোডাক্টটা মলিন না হয়ে যায়,অর্থাৎ ফোকাসিং লেভেলটা যেন ঠিক থাকে।
বিঃদ্রঃ ছবিগুলি আমার তোলা কিন্তু একটাও কাছে নেই