Love at first site-সিতে-২য় পর্ব

✅ ব্যবহার শিখু্ন
উপযুক্ত ব্যবহার সংস্কৃতি অনুযায়ী পরিবর্তনশীল, তাই আপনি যেখানেই যান না কেন সঠিক ব্যবহার জেনে নেওয়া আবশ্যক। শুরু থেকেই আপনি যদি সম্মান, বিনয় এবং সৌজন্যতাবোধ প্রদর্শন করে থাকেন, তাহলে অন্যদের চোখে আপনার একটা বিশেষত্ব তৈরি হবে। সাধারণ ব্যবহার – যেমন দৃঢ়ভাবে হাত মেলানো, প্লীজ এবং থ্যাং ইউ বলা, প্রবেশ ও যাওয়ার সময় অনুমতি চেয়ে নেওয়া – অন্যদের মনে আপনার ব্যাপারে ইতিবাচক ধারণা গড়ে তুলতে সাহায্য করবে।
✅ ভাষা রপ্ত করুন
সোশ্যাল মিডিয়া আর ইমেইলের দরুন আজকাল লেখার মাধ্যমেই প্রথম পরিচয় বেশি হয়ে থাকে। কারো কারো জন্য এটি সুবিধাজনক তবে তা সবার জন্য নয়। অনেকের ভাষাগত দক্ষতা ভাল না থাকায় প্রথম দর্শনে তাদের কথা শোনা বা পড়া অন্যদের কাছে বিরক্তি সৃষ্টি করতে পারে। প্রথম পরিচয়ে সবাই আপনার কাছ থেকে ভাল ও ভদ্র ভাষাই আশা করে। াপনার ভাষাগত দক্ষতা বাড়িয়ে নিন। লেখা এবং কথা বলার আগে ভেবে নিন আপনি কী বলতে চাইছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *