কাস্টোমার টার্গেট ফিমেল দিলেও, মেল আইডি কেন আসে?

 

এসকল সমস্যায় যেটা হয়ে থাকে সেটা হলো- অনেক নামধারী পুরুষ (বাস্তবে আমার পুরুষ মনে হয়না) আছে, যারা মুলত ফেসবুক আইডি খোলার সমইয়ে- নিজের নাম দেয় পুরুষের নামেই কিন্তু জেন্ডার হিসাবে দেয় ফিমেল।
এদিকে আপনি যখন টার্গেটিং এ ফিমেল দেন তখন ফেসবুক সেই আইডিগুলাতেও অ্যাড দেখায়।এই সমস্যার সমাধানে আরও ডিটেইলস মার্কেটিং করতে হয়।কিন্তু এতকিছুর পরেও কিছু অনাকাংখিত ম্যাসেজ আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *