প্রমোট হচ্ছে ফেসবুককে পেমেন্ট করে পেজে লাইক বাড়ানোর একটি প্রক্রিয়া। পেইজ প্রমোট করলে আপনার পেইজে লাইক আসবে এবং ফলোয়ার বাড়বে এটা করে আপনার পেজটি আরো বেশি নির্ভরযোগ্য মনে হবে।
এক কথায়, আপনি যদি আপনার পেইজকে আরো জনপ্রিয় করতে চান তাহলে প্রোমোট করবেন।
অনেকেরই একই প্রশ্ন, প্রমোট করে পেইজে লাইক কি রিয়েল হয়?
অবশ্যই রিয়েল হয়, কারণ এটা ফেসবুককে পেমেন্ট করে আনা হয়। অনেকে এটাকে অটো লাইক মনে করেন। আসলে এমনটা না। প্রমোট হচ্ছে ফেসবুক পেইজে লাইক বাড়ানোর নিয়মতান্ত্রিক প্রন্থা। প্রমোট দিলে আপনার পেইজটি মানুষের হোমপেইজে পৌছাবে এবং যদি ভালো লাগে তারা এতে লাইক দেবে।
ফেসবুক পেইজ সাধারণত এভাবেই লাইক বাড়িয়ে জনপ্রিয় করা হয়। পৃথিবীতে যত বড় বড় পেইজ আছে, সবগুলাই এই প্রন্থাতে বড় করা।