Facebook ID Hack & Page Control Lost

আমি প্রতিনিয়ত বলি- আপনারা কোন লিংকে ক্লিক করার আগে বারবার ভেবে নিবেন,কে দিচ্ছে,কেন দিচ্ছে।

প্রতিদিন সকাল শুরু হয় আমার এমন আইডি রিকোভারি করা দিয়ে।

এখনো পেজ টা রিকোভারি করা সম্ভব হয়নি, চেষ্টা চলমান। সবাই লিংকে ক্লিক করা আর ফিশিং সাইটে ঢুকে নিজের ভবিষ্যৎ দেখা থেকে বিরত থাকবেন।

টাকা দিয়ে আইডি নাহয় ঠিক করলেন কিন্তু পেজের এক্সেস তো হারালেন।

সবাইকে অনুরোধ করবো- ট্রাষ্টেড কাউকে ছাড়া পেজের এক্সেস শেয়ার না করতে,আর আইডির সিকিউরিটি শুধু 2-step verification এ সীমাবদ্ধ না রেখে Trusted Contact সিলেক্ট করে রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *