কাজে নামলেই সফলতা এমনি এমনি চলে আসেনা

আমার সকল পোস্টই আমি সবার জন্য উন্মুক্ত করি কিন্তু আপনাদের সকলের পড়ার সময় নেই,আপনারা অনেক ব্যাস্ত উদ্যোক্তা,পাশাপাশি বড় ব্যাপার হলো- এত জ্ঞান শোনার বা দেখার সময় নেই আমাদের।
জাতি হিসাবে আমাদের যথেষ্ট সুনাম আছে নিজস্ব পান্ডিত্যের ব্যাপারে।আমি মার্চ ০৪,২০২৩ থেকে এই পর্যন্ত গ্রুপে প্রতিদিনে ১/২ টা পোস্ট করি,তার কারন এটাই যে- ভালো কথা শোনার বা মেনে চলার টাইম নেই আপনাদের।তাছাড়া ফ্রীতে জ্ঞান দিলে সেটার মুল্য থাকেনা।
আমি ঈদের আগে একটা পোস্টে বলেছিলাম যে- ৩০ জন উদ্যোক্তাকে নিয়ে আমি একটা কোর্স ওপেন করবো,সেখানে আমি ক্যাটাগরি ওয়াইজ সবাইকে গাইডলাইন করবো।এইজন্য যারা আগ্রহী তারা যেন কমেন্ট করে।
কে শোনে কার কথা,আপনারা সেসব পোস্ট পড়ার সময় পান নাই অনেকেই।এরপরেও আমি ফ্রীতে ৫ টা কন্টেন্ট দিয়েছি ঐ Selling Technique Course নিয়ে।সেখানেও পাওয়া যায়নি সবাইকে।
এখন ৩০ থেকে বাড়িয়ে সিট ৫০ হয়ে গেছে কিন্তু তবুও আমার ম্যাসেঞ্জার ভরে ইনবক্স করছেন যে,ভাইয়া আর নেয়া যাবে কিনা?
কেন ভাই,আমি যখন কন্টেন্ট লিখি তখন তো সেটা  লিখি কাজ করতে বললেও তাই,তাহলে কেন ওনারা ৫০ জন আলাদা হলেন?
অবশ্যই ওনাদের কর্মের কারনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *