সেলফ প্রমোশনের তিনটি স্টেপ ফলো করা যেতে পারে
সেগুলি নিয়ে লিখছি-
আগে নিজেকে জানুন, আত্মবিশ্বাস রাখুন!
অন্যের সামনে প্রোমোট করার আগে নিজেকে জানা জরুরি। ভেবে দেখুন তো, কোন কাজটায় আপনি সেরা, কেন আপনি নিজেকে অসাধারণ মনে করেন, অথবা আজ পর্যন্ত আপনার অর্জনগুলি কী কী ছিল?
এবার একটি কাগজে আপনার উত্তরগুলো লিস্ট করে ফেলুন এবং জোরে উচ্চারণ করে নিজেকে পড়ে শোনান।
এই সহজ পদ্ধতিটি আপনাকে আপনার দক্ষতা ও অর্জন সম্পর্কে সচেতন করে তুলবে। আত্মবিশ্বাসী আপনি পরবর্তী যেকোনো পরিস্থিতিতে নিজেকে সেলফ-প্রোমোটের সুযোগ পেয়ে যাবেন।
আপনার অবদান শেয়ার করুন, অর্জন না!
অডিয়েন্সের কাছে আপনার অর্জনের চেয়ে আপনার অবদান বেশি গুরুত্বপূর্ণ। যেমন কোম্পানিতে আপনার সফলতা মানে কোম্পানিরও সফলতা, তাই সেই সফলতার গল্পই প্রচার করুন। আপনি কী কী দক্ষতা প্রয়োগ করেছেন তার চেয়ে বেশি ইন্টারেস্টিং শোনাবে আপনার কাজের ফলাফল কী ছিল, অথবা কোম্পানির তাতে কী উপকার হয়েছে।
সমাজের জন্য কি করেছেন,যেমন- ব্লাড ডোনেট,কারো লেখাপড়ার কাজে সাহায্য করা ইত্যাদি।
Facts না, আপনার গল্প শোনান!
আপনার কাছে আপনার অর্জনের ফ্যাক্টসগুলো যতই ইন্টারেস্টিং শোনাক, অডিয়েন্স কিন্তু পছন্দ করে গল্প শুনতে। এমনভাবে গল্পটি তুলে ধরুন যেন অডিয়েন্স আপনার গল্পের সাথে নিজেকে মেলাতে পারে এবং দীর্ঘদিন আপনাকে মনে রাখে।
নিজের গল্প শোনান,অন্যের গল্প,অন্যের ছবি শেয়ার করে নিজেকে প্রমোট করা,আর টিকটক বানিয়ে নিজেকে অভিনেতা-অভিনেত্রীদের মত ভাবা একই ব্যাপার।