আমরা যদি একটুখানি আলাদাভাবে ভাবতে থাকি,তাহলে দেখবেন সবকিছু আমাদের হাতেই আছে,শুধু সঠিক জায়গায়,সঠিকভাবে, মাথা ও বিবেকটাকে কাজে লাগাতে হবে।
একটু দেখেন-
“Hate” শব্দটাতে ৪ টা লেটার আবার “Love” শব্দেও ৪ টা।
“Enemies” শব্দটাতে ৭ টা লেটার আবার “Friends” শব্দেও তাই।
“Lying” শব্দে ৫ টা লেটার আবার “Truth” এও ৫ টা লেটার।
“Failure” শব্দে ৭ টা লেটার আবার “Success” এও ৭ টা।
“Cry” শব্দে ৩ টা লেটার আবার “Joy” তেও তিনটা লেটার।
“Negatively” তে ১০ টা লেটার আবার “Positivity” তেও ১০ টা লেটার।
আমাদের হাতেই সিধান্ত আছে,সবকিছুর মধ্য থেকে বেটার সাইড টা চয়েজ করার।আমরা চাইলে আমাদের চারিপাশ টা পজিটিভ মানুষ দিয়ে ভরিয়ে দেয়া যাবে আবার আমরা চাইলে আমাদের ফেসবুক টাইমলাইন টা ভালো মানুষদের লেখা দিয়ে ভরিয়ে রাখতে পারি।প্রতিনিয়ত শিখতে পারি সেখান থেকে আবার আমরা চাইলেই সারাদিন আজে-বাজে রিলস দেখে,এর ওর ডিগবাজি আর গসিপ দেখেও সময় নষ্ট করতে পারি।
Keep remembering one thing- “The Choice is always yours.”