কাস্টোমারদের ডাটাবেজ রাখছেন তো?

ডেটাবেজ মানে হচ্ছে তথ্যভান্ডার। কম্পিউটার আবিষ্কারের আগে পর্যন্ত ফাইলের স্তুপে জমা থাকতো তথ্য, এখন তথ্য সংরক্ষণ করা হয় ডেটাবেজে। ডাটাবেজের সাহায্যে ডাটা প্রসেস করে আমরা ঐসব ডাটার প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি।
বিজনেসের জন্য কাস্টোমারদের ডাটাবেজ খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি একটা ডাটার মাধ্যমে সকল ক্লাইন্টের এ টু জেট খবর জানতে পারবেন। কোন কাস্টমার টা আপনার রেগুলার কাস্টমার, নিউ কোন কাস্টমার অ্যাড হল এবং কোন কাস্টমার আপনার থেকে সরে গেল সবকিছু ডিটেলস আপনি ডাটাবেস অন করলেই দেখতে পাবেন। আবার কখনো আপনার কোন কাস্টমারের ডিটেইলস লাগলে আপনি ডাটাবেজ এর মাধ্যমে তা সহজেই খুঁজে পাবেন। কষ্ট করে আপনাকে ফাইল নিয়ে ঘুরতে হবে না যেখানেই থাকুন না কেন আপনার ডাটা লিংক থাকলে, আপনি খুব সহজেই লিঙ্কে ঢুকে তা দেখতে পাবেন এবং কিছু এডিট করতে হলে তা করতে পারবেন।
এখন কথা হল,কাস্টোমারদের ডাটাবেজ কিভাবে সাজাবো?
কাস্টোমারদের এভাবে শ্রেণীভুক্ত করুন-
New Client
Repeat Client
Regular Client
Page Name
Email Address
Product
Date
Payment Status

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *