সফলতার জন্য নিজেকে নিয়ে ভাবতে পারা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনি নিজেকে নিয়ে কতটুকু ভাবেন এবং নিজের সম্পর্কে কী অনুভব করেন তা ব্যাপকভাবে আপনার জীবনের শ্রেষ্ঠত্বের মাত্রা বির্ধারন করে থাকে।
সফলতার শিখরে পৌছাতে একই সাথে দরকার পড়ে আত্নসম্মানবোধ এবং আত্নবিশ্বাস।
আপনার ব্যাক্তিত্বের কেন্দ্রস্থল হলো আপনার আত্নসম্মানবোধ। আপনি নিজেকে ঠিক কতটুকু পছন্দ করেন সেটা দ্বারাই আপনার ব্যাক্তিত্বকে সংজ্ঞায়িত করা যায়।
আপনার মাঝে যে সুপ্ত সম্ভাবনাময় ক্ষমতা বিদ্যমান সেটিকে বিকশিত করার জন্য আপনার প্রয়োজন জীবন ও সময়কে সঠিকভাবে ব্যাবহার করা।
আপনি আপনার জীবন ও সময় কে কিভাবে ও কোন পন্থায় ব্যাবহার করছেন সেটির দ্বারাই আপনার আত্নমর্যাদাবোধ নির্ধারিত হবে।
জীবনে আত্নমর্যাদা বা আত্নসম্মান এবং আত্নবিশ্বাস কিন্তু ঠিক একটি দেয়ালের এপার ওপারের ন্যায়।
ধরুন আপনি একটি কাজ যত সফলভাবে শেষ করবেন তত সমাজের কাছে আপনার বেড়ে যাবে আত্নমর্যাদা আর বিবেক আপনাকে বানিয়ে দিবে আত্নসম্মান অর্জন করতে শেখা। আর যত বেশি কাজ আপনি সঠিকভাবে ও সঠিক সময়ে শেষ করতে শিখবেন ততই বেড়ে যাবে আপনার আত্নবিশ্বাস।
যেসকল মানুষ তাদের সময়ের যথাযথ ব্যাবস্থাপনা করতে পারে তারা যেকোন বিষয় কে ইতিবাচকভাবে নেয়, তারা নিজেদের মাঝে এক ধরনের আত্নবিশ্বাস দেখতে পায় এবং সেই পথে চলেই সফল হতে পারেন।
আমরা সফল হতে চাই কিন্তু এই ব্যাপার গুলি অবুধাবন করতে চাই না।
খুব ভালো করে লেখাটি আবার পড়ুন,আবার পড়ুন বুঝে যাবেন সকালে উঠে আপনাকে কি করতে হবে, আর রাতে ঘুমাতে যাবার আগে আপনাকে কি করতে হবে।
Newsletter Updates
Enter your email address below and subscribe to our newsletter