ব্রান্ডিং বলতে আমরা একসময় কি বুঝতাম?
কোনো কোম্পানি বা কোনো কোম্পানির কাজ।
বর্তমান এ পার্সোনাল ব্রান্ডিং এই শব্দ যুগলের সাথে পরিচিত না, এমন মানুষের সংখ্যা হাতে গোনা।
পার্সোনাল ব্রান্ডিং নামেই উত্তর আছে, নিজের ব্রান্ডিং।
একটা নির্দিষ্ট ধারায় যেকোনো পণ্য বা কোম্পানি বা কাজ কে তুলে ধরাই হলো ব্রান্ডিং।আর এর আগে পার্সোনাল যোগ করলে হবে, সেটা নিজের বা ব্যক্তির ক্ষেত্রে।
একসময় ব্রান্ডিং শব্দ শুধুই ব্যবসা বা পণ্যের সাথে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমান এ এটি মানুষের নিজস্ব পরিচয়, নিজের ক্রিয়েটিভিটি তুলে ধরার অন্যতম বহুল ব্যবহৃত শব্দ।
আর,তাই ব্যক্তির ক্ষেত্রে এটি পার্সোনাল ব্রান্ডিং নামেই ব্যবহৃত হয়।
এখন প্রশ্ন হল পার্সোনাল ব্র্যান্ডিং কারা করতে পারবে?
উত্তর : চাকুরীজীবি, গৃহিনী, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল সবাই ই তার নিজের জায়গা থেকে পার্সোনাল ব্রান্ডিং করতে পারবে বা পারে।
পার্সোনাল ব্রান্ডিং এর মাধ্যমে নিজের পরিচয় বা নিজের ক্রিয়েটিভিটি তুলে ধরতে পারেন।
পার্সোনাল ব্রান্ডিং আসলে কোনো নির্দিষ্ট পেশার নয়, এটি সবাই করতে পারে।
ই-কমার্স বিজনেস-এ পার্সোনাল ব্র্যান্ডিং-এ সুবিধা কি?
★অন্যের কাছে নিজের একটা বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করে ।
★ আপনি যা বলতে চাবেন, তা সবাই মন দিয়ে শুনবে, কারণ আপনার কথার ভ্যালু বেড়ে যাবে ।
★ পরবর্তীতে আপনার প্রোডাক্ট/ সার্ভিস নিয়ে আপনার ব্যবসা শুরু করা আর সাফল্য পাওয়া অনেক সহজ হবে ।
★ অনলাইন প্রভাব বৃদ্ধি করে ।
★ প্রফেশনাল নেটওয়ার্ক বৃদ্ধি করে ।
★ কাজ এবং ক্যারিয়ারকে নিরাপদ করে ।
★নতুন চাকরির/ব্যবসা এর সুযোগ তৈরি হয় ।