আমরা সবসময় ব্যস্ত থাকতে চাই। কাজের পেছনে ছুটে চলি। মনে করি — ব্যস্ত থাকলেই প্রোডাক্টিভ।
“Sometimes the most productive thing you can do is Take a Break.”

কাজের মাঝে ছোট্ট বিরতি কখনও সময় নষ্ট নয়।

এটা আমাদের মনকে রিফ্রেশ করে।

ভাবনাকে পরিষ্কার করে।

আর নতুন উদ্যমে ফিরে আসার শক্তি দেয়।
একটানা দৌড়ালে গন্তব্যে পৌঁছানো যায়, কিন্তু মাঝে মাঝে থামলে পথটাই আরও সুন্দর হয়ে ওঠে।
তাই নিজেকে সময় দিন। Pause করুন, Coffee নিন, নিজ Family কে সময় দিন। বই পড়ুন। হেঁটে আসুন।
Because real productivity comes with balance.