কখন কাকে সময় দেবেন, সেটা বুঝে নেওয়াই জীবনের বুদ্ধিমত্তা।
যখন আপনার মন ভালো থাকবে, হাসি থাকবে, মন ভরে আনন্দ থাকবে — তখনই আপনার প্রিয় মানুষদের সাথে সেই সময় ভাগ করে নিন। তাদের পাশে থাকুন, সময় কাটান। কারণ, সেই সুখের মুহূর্তগুলোই সম্পর্কের স্মৃতি হয়ে থাকে।
আর যখন কষ্টে থাকবেন, মন খারাপ থাকবে, হতাশা কিংবা অস্থিরতায় ভুগবেন — তখন সেটা একা সামলানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ, দুঃখ শেয়ার করলে তা অনেক সময় বোঝা বাড়ায়, সমাধান আনে না। কষ্টের সময় নিজেকে বুঝুন, নিজের সঙ্গে সময় কাটান। দেখবেন, নিজের ভেতরেই অনেক প্রশ্নের উত্তর মিলবে।
সবকিছু সবার সাথে শেয়ার করতে নেই, আর সবসময় সঙ্গ চাওয়া ঠিক না। কিছু অনুভূতি শুধু নিজের জন্যই রাখুন।