Basic IT শিক্ষা কন্টেন্ট- ০১

আজ কথা বলবো গুগল সম্পর্কে –
গুগল কি- সাধারণ ভাবে, গুগল (Google) বললে আমরা বিশ্বের সব থেকে বড়ো “Web search engine” কেই বুঝি।
Search engine হলো internet বা web এর ওপরে ভিত্তি (based) করে বানানো এমন একটি application বা tool
যেটা ব্যবহার কোরে, লোকেরা ইন্টারনেটের (world wide web) থেকে যেকোনো বিষয়ে সঠিক তথ্য (information)
জলদি এবং সহজেই পেয়ে যেতে পারে।গুগলের পুরো নাম বা ফুল ফর্ম হলো, Global Organization of Oriented Group Language of Earth.
গুগল এর ইতিহাস-
Larry Page এবং Sergey Brin দ্বারা officially ১৯৯৮ এ Google company চালু করা হয়েছিল “গুগল সার্চকে” প্রচার করার জন্য।
এবং, তারপর অনেক কম সময়ের ভেতরে এই Google search, সব থেকে বেশি ব্যবহার হওয়া web search engine হয়ে দাঁড়ালো।
Larry Page এবং Sergey Brin দুজন পিএইচডি ছাত্র (PhD students) ছিলেন “Stanford university” র যেটা
California তে রয়েছে। এবং, এই দুজনে একসাথে একটি search algorithm তৈরি করলেন, যার নাম ছিল “BackRub“.
পরে, এই BackRub নামটি বদলে এর নাম গুগল (Google) দেয়া হলো।
১৯৯6 এ গুগল কেবল একটি research project হিসেবে চালু করা হয়েছিল। এবং,
এই research project টির নাম ছিল “BackRub“. নানান কঠিন পরিস্থিতি এবং চ্যালেঞ্জ গুলির পর
এই প্রজেক্ট সফল হলো এবং পরে পরে এর নাম Google search হয়ে দাঁড়ালো।
Research করার সময়, মূলত search engine টি র নিজস্ব কোনো ডোমেইন (domain) বা সার্ভার ছিলোনা।
তারা, একে Stanford university র ওয়েবসাইটের থেকেই google.stanford.edu এবং z.stanford.edu
ডোমেইনের মাধ্যমে ব্যবহার করছিলেন।
পরে পরে, Google.com ডোমেইন নামটি ১৫ সেপ্টেম্বর ১৯৯৭ (15 sep. 1997)
এ প্রথম বারের জন্য রেজিস্টার (register) করা হয়েছিল।
জনক-
গুগল এর জনক হলো, Larry Page এবং Sergey Brin. যখন তারা, California র Stanford University
তে Ph.D. করছিলেন, তখন একটি research project হিসেবে গুগলের ওপরে কাজ শুরু করেছিলেন।
তারপর, তাদের সফলতার ফল স্বরূপে আজকের এই Google আমরা পেয়েছি।গুগল এর মালিকের কথা
বলতে, “গুগলের মালিক অনেক“.
তাহলে, গুগল এর বিষয়ে যা যা আমি বললাম যেমন, গুগলের ইতিহাস, গুগল এর জনক কে
সবটাই হয়তো আপনাদের ভালো লেগেছে।ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য।
মন দিয়ে পড়বেন এবং এটির আলোকে নিজের পেজে কন্টেন্ট তৈরি করে পোষ্ট করেন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *