Branding is more important then sales 
কষ্ট হলেও এটাই সত্য।আজ আপনি হয়তো শুধু সেলসে ফোকাস করছেন, আর সেলসে ফোকাস করতে যেয়ে আপনি হুট-হাট করেই পন্যের উপরে ডিসকাউন্ট অফার দিয়ে বসছেন।একবার ও কি ভেবে দেখেছেন যে এতে ব্রান্ড ভ্যালু কত কমে যাচ্ছে?
ডেলিভারি চার্জ ফ্রী অফার, স্টক ক্লিয়ারেন্স অফার কিংবা ১০% ডিসকাউন্ট অফার।হারহামেশাই অফার দিচ্ছেন শুধুমাত্র সেল বৃদ্ধি করতে।
ভেবে দেখেন তো- Apple, Rolex এরা অফার দেয়? সারাবছর জুড়ে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে মাথা ঘামায়? ১০০০০ টাকার পন্য বানাচ্ছে যারা,তারা কি কখনো ২০০০ টাকায় পন্য বানাচ্ছে?
সবগুলি প্রশ্নের উত্তর হলো- নাহ মানে না।
সেলস ফোকাস করে কাজ করেন না।ব্রান্ড ভ্যালু বৃদ্ধি করুন দেখবেন সেলস অটোমেটিক তৈরি হবে।বিজনেস লং রানে করতে চাইলে আপনাকে মানতেই হবে- Branding is more important then sales.
Newsletter Updates
Enter your email address below and subscribe to our newsletter