IELTS বেসিক ধারণা পার্ট-২

বিষয়ঃ IELTS Listening Test

১ম পর্বে আমি IELTS Test এর বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। যেখানে বলেছিলাম সম্পূর্ণ টেস্ট টি ৪টি পার্টে বিভক্ত। যার মধ্যে একটি হলো লিসেনিং পার্ট। যেখানে আপনাকে রেকর্ডিং শুনে শুনে প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। মনে রাখবেন, একাডেমিক হোক বা জেনারেল ট্রেইনিং হোক উভয় ধরনের পরীক্ষার্থীকেই একই ধরনের পরীক্ষা দিতে হবে। চলুন দেখে নেওয়া যাক IELTS Listening Test এর নিয়মগুলো।

১। IELTS Listening Test এ মোট সময় থাকে ৪০ মিনিট। অর্থাৎ রেকর্ডিং শুনা ও উত্তর প্রদান সব মিলিয়ে ৪০ মিনিট সময়।

২। IELTS Listening Test এ ৩০ মিনিট পর্যন্ত রেকর্ডিং থাকে। অর্থাৎ পরীক্ষা শুরু হবার পর ৪টি রেকর্ডিং পরপর শেষ হতে মোট সময় ৩০ মিনিট। প্রতিটি রেকর্ডিং এর পর কিছুটা বিররি থাকে সে অংশের উত্তর প্রদান যেন আপনি শেষ করতে পারেন সেজন্য।

৩। এই টেস্ট ৪টি পার্টে বিভক্ত। যথাঃ

ক) দুইটি ব্যক্তির মধ্যে কথপোকথন। সামাজিক বিষয়বস্তু নিয়ে। দুইজন ব্যক্তি কথপোকথন করবেন যেমন, একজন কাস্টমার অন্যজন বিক্রেতা।

খ) একটি ব্যক্তির শুধু বক্তব্য বা কথা। সামাজিক বিষয়বস্তু নিয়ে। শুধু একজন ব্যক্তিই কোন একটা বিষয়ে কথা বলে যাবেন। যেখান থেকে নির্ধারিত প্রশ্নের উত্তর খুজে বের করতে হবে।

গ) সর্বোচ্চ ৪ জন ব্যক্তির কথপোকথন। যার বিষয়বস্তু শিক্ষামূলক বা ট্রেনিং বিষয়ক।

ঘ) একাডেমিক বিষয় নিয়ে একজন ব্যক্তির কথা। এটির রেকর্ডিং অন্যগুলোর চেয়ে সাধারণত লম্বা হয়।

নোটঃ IELTS Academic এবং IELTS General Training উভয় ধরনের পরীক্ষার্থীকেই একই ধরনের টেস্ট প্রদান করতে হয়।

৪। পেপার বেজড লিসেনিং টেস্টে পরীক্ষার্থীকে রেকর্ডিং শুনার সময়েই প্রশ্নপত্রেই উত্তর লিখতে হবে। যখন রেকর্ডিং শেষ হবে তারপর ১০ মিনিট সময় পরীক্ষার্থীকে দেয়া হবে যাতে করে সে প্রশ্নপত্রে লিখা উত্তরগুলো উত্তরপত্রে স্থানান্তর করতে পারে।

৫। অন্যদিকে কম্পিউটার ডেলিভার বেজড পরীক্ষা সিস্টেমে পরীক্ষার্থীকে এই ১০ মিনিট সময় দেয়া হবে না। কেননা, উত্তরগুলো কম্পিউটার এই লিখতে হবে বা অপশনগুলো কম্পিউটারেই থাকে। অপশন দেয়া থাকা উত্তরে শুধু সিলেক্ট করতে হবে আর শূন্যস্থান থাকলে সেখানেই লিখতে হবে টাইপ করে। এক্ষেত্রে ২মিনিট বাড়তি সময় থাকে যাতে কোন উত্তর পরিবর্তন বা ভূল ত্রুটি সংশোধনের জন্য।

৬। প্রতিটি সেটেই ওয়ার্ড কাউন্ট লিমিট থাকে। আপনাকে গভীর মনোযোগ দিতে হবে যে কতগুলো ওয়ার্ড এর লিমিট দেয়া আছে উত্তর প্রদানের জন্য এবং পরবর্তী সেটে তা কিভাবে পরিবর্তন হচ্ছে।

ক) উদাহরণস্বরূপঃ write no more than two words and/or a number. অর্থাৎ আপনি উত্তর হিসেবে একটি অথবা দুটি শব্দ ব্যবহার করতে পারবেন বা একটি অথবা দুটি শব্দের সাথে একটি সংখ্যা ব্যবহার করতে পারবেন বা একটি সংখ্যা শুধু ব্যবহার করবেন। সবসময় খেয়াল রাখবেন যে শর্তে ‘a number’ নাকি ‘numbers’ বলা আছে। (ওয়ার্ড কাউন্ট লিমিট নিয়ে অন্য পর্বে বিস্তারিত আলোচনা করব)

৭। রেকর্ডিং শুরু হবার পূর্বে আপনি সেই সেটের প্রশ্নগুলি পড়ার সময় পাবেন।

৮। শব্দের বানান যদি ভুল হয় তবে আপনার উত্তরটিও ভুল হিসেবে গণ্য হবে।

৯। ২০২০ নিউজঃ উদাহরণ উত্তর হিসেবে যে আগে ১ম প্রশ্নের উত্তরটি রেকর্ডিং এ শুনানো হত এখন সেটা রিমুভ করা হয়েছে। তারমানে আপনাকে সরাসরি রেকর্ডিং চালু হলেই ২য় প্রশ্নের উত্তর এ চলে যেতে হবে।

১০। লিসেনিং টেস্টের ৪টি সেকশন বা পার্টের মোট প্রশ্ন ৪০টি। তারমানে এই নয় যে প্রতিটি পার্টেই ১০টি করে প্রশ্ন থাকবে। কোনটাতে ১০টির বেশী বা কোনটাতে ১০টির কম এভাবে মোট ৪০ টি প্রশ্ন থাকবে।

১১। স্কোরিংঃ

সঠিক উত্তর——ব্যান্ড স্কোর

৩৯-৪০————–> ৯

৩৭-৩৮————–> ৮.৫

৩৫-৩৬————–> ৮

৩২-৩৪————–> ৭.৫

৩০-৩১————–> ৭

২৬-২৯————–> ৬.৫

২৩-২৫————–> ৬

১৮-২২————–> ৫.৫

১৬-১৭————–> ৫

১৩-১৫————–> ৪.৫

১১-১২————–> ৪

অর্থাৎ, ধরুন আপনার উত্তর সঠিক হয়েছে ৩২ বা ৩৩ বা ৩৪ টি তাহলে IELTS Listening Test এ আপনার ব্যান্ড স্কোর হবে ৭.৫। তারমানে এই নয় যে, আপনার IELTS স্কোর ৭.৫। এটা শুধুমাত্র লিসেনিং পার্টের স্কোর। আবার আপনার যদি ৩১টি উত্তর সঠিক হয় তবে আপনার লিসেনিং ব্যান্ড স্কোর হবে ৭। IELTS Band Score নিয়ে আরেকদিন বিস্তারিত আলোচনা করব।

পরামর্শঃ

১। সঠিক বানানের জন্য বেশী বেশী বানান অনুশীলন

করুন।

২। বেশী বেশী ভোকাবুলারি অনুশীলন করুন।

৩। বিভিন্ন প্রকার ইংরেজি মুভি সাবটাইটেল সহ পরে সাবটাইটেল ছাড়া শব্দের উচ্চারণ বোঝার চেষ্টা করুন।

৪। ইংরেজী গান শুনতে পারেন।

৫। নিজের প্রতি বিশ্বাস রাখুন। ধৈর্য্য হারাবেন না।

জ্ঞাতব্যঃ পরীক্ষার সেন্টারে রেকর্ডিং শুনার জন্য আপনাকে হেডফোন দেওয়া থাকবে। যার অডিও কোয়ালিটি খুবই ভাল। তবে পরীক্ষা শুরুর পূর্বেই সিস্টেমটি চেক করে নিবেন। বিশেষ করে ভলিউম ঠিক আছে কি না। আপনি কি ধরনের ভলিউম রেঞ্জে স্বাচ্ছন্দ্য বোধ করেন তা ঠিক করে নিবেন। আপনি নিজে থেকে কিছুই ব্যবহার করতে পারবেন না। সকল সরঞ্জামাদি তারাই সরবরাহ করবে।

আজ এ পর্যন্তই। আগামীতে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব।
লেখাঃ Tahmid Sadik স্যার।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *