Investment is better than savings

আমি সব সময় মুলত সেভিংসের চেয়ে ইনভেস্ট করাকে গুরুত্ব বেশি দিয়েছি।আজকে একটু ব্যাখা করি-
দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে বলেই আমরা ১৯৮০-৯০ দশকে ফিরে যাচ্ছি আবার।আগামীকাল থেকে পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হচ্ছে।এমনিতেই আমরা এখন মারাত্মকভাবে গরম উপভোগ করছি যদিও বিদ্যুৎ মামা আবার মাঝে মধ্যে এসে দেখা করে যাচ্ছে বলে সেভাবে উপভোগ করা যাচ্ছেনা সব সময়।
একটা IT প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেশি সমস্যা হলো- বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ না থাকা।আজকে IPS সেটাপ করলাম অফিসের জন্য।যেন,আগামীকাল থেকে নিরবিচ্ছিন্ন সেবা দিতে পারি সবাইকে।
এই টাকাটা সেভিংস না করে খরচ করলাম কেন?
বেটার সার্ভিস দেবার জন্য,বেটার সার্ভিস মানেই কিন্তু ক্লায়েন্ট বৃদ্ধি।আর ক্লায়েন্ট বৃদ্ধি মানেই কিন্তু ইনকামে বরকত।
এইজন্যই বলি- সেভিংস করার চেয়ে ইনভেস্ট করা গুরুত্বপূর্ণ।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *