Podcast এর A-Z পর্ব-০১

👍 আমাদের মাঝে অনেকেই আছে যাদের প্রথম প্রশ্ন থাকে, ভাই পডকাষ্ট মানেটা কি?
তাদের জন্য বলে দেওয়া, পডকাষ্ট মানে হচ্ছে একটি ডিজিটাল অডিও ফাইল যা ইন্টারনেটে একটি কম্পিউটার বা মোবাইল ডিভাইসে ডাউনলোড করার জন্য পাওয়া যায়, সাধারণত একটি সিরিজ হিসাবে পাওয়া যায়, যার নতুন ইনস্টলমেন্টগুলি গ্রাহকদের দ্বারা স্বয়ংক্রিয়ভাবে গ্রহণ করা যেতে পারে।
আজকাল আধুনিকতার ছোঁয়া লেগেছে সব জায়গায় হোক সেটা দূর দেশের আমেরিকা, কিংবা পাশের দেশ ভারতে। সবার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের দেশও।
যদিও কিছু কিছু জিনিস আমাদের কাছে এখনও নতুন মনে হয়।
তবে এই সিরিজের মাধ্যমে আমি কিছু ধারনা দেবার চেষ্টা করবো।
অনেকের পডকাষ্ট নিয়ে প্রশ্ন দেখে আমার ভালোই লেগেছে যে, আমরা উন্নত হচ্ছি হয়তো (তবে মনুষ্যত্ব আর বিবেক বোধ কে ও উন্নত করতে হবে)
সময়ের মূল্য ও দিচ্ছি হয়তো আমরা।
মানুষ এখন এতোটাই ব্যস্ত যে তারা এক সাথে দুই কাজ করতে চাই। যেমন আপনি ভাবছেন যে ভাইয়ার লেখা টা না হয়ে যদি ভিডিও হতো তাহলে তো ভয়েস টা শোনা যেত আরর চোখে দেখা যেত।
তাই না?
পডকাস্ট ও ওইরকমই কিছু, যেখানে আপনি আপনার শুধুমাত্র একটি ইন্দ্রিয় ব্যবহার করে আপনার প্রয়োজনীয় জিনিস শুনতে পারবেন।
আর এর জন্য আপনার তেমন কোন টাকা খরচ করতে হবে না।
আপনি নিজেও বানাতে পারবেন পডকাষ্ট।
💜 পডকাস্ট কি?
Podcast | পডকাস্ট কি?
Podcast | পডকাস্ট দুটি ভিন্ন ভিন্ন শব্দ একত্রিত হয়ে এই পডকাস্ট হয়েছে। মূলত পডকাস্ট কথাটি এসেছে অ্যাপল এর খুবই জনকপ্রিয় মিউজিক ডিভাইস “ipod” থেকে পড এবং “Brodcast” থেকে কাস্ট এসেছে।
এই পডকাস্ট কথাটি প্রথম ব্যবহার করেন ২০০৪ সালে ব্রিটিশ তথ্য প্রযুক্তিবিদ, লেখক, সাংবাদিক ব্রডকাস্টার বেন হ্যামার্সলি ( Ben Hammerlsy) গার্ডিয়ান প্রত্রিকায় একটি আর্টিকেলে এই Podcast শব্দটি লিখেন।
পডকাস্ট হল একটি অডিও সিরিজ বা শো যেটা মোবাইল কিনবা কম্পিউটার অথবা ট্যাবেও শুনা যেতে পারে যেকোনো সময় এবং যেকোনো পরিস্থিতিতে।
এছাড়া, পডকাস্ট ফাইলগুলো এর সাথে শুধুমাত্র একটা ইমেজ ব্যবহার করে ওইটাকে ভিডিও ফরম্যাটে করে ইউটিউব এবং ফেইসবুকে উপলোড করা যায়।
💜 পডকাষ্টের কি কি সুবিধা আছে?
👍আপনি যেকোনো জায়গাতে এটি শুনতে পারবেন, এর জন্য আপনাকে ভারি কিছু বহন করতে হবে শুধু আপনার মোবাইল থাকলেই চলবে এবং চার্জ।
👍 আপনি যদি আপনার প্রিয় কোনো ব্যক্তির গল্প শুনতে পছন্দ করেন তাহলে তাকে সাবস্ক্রাইব রাখলে সেই সিরিজের যদি নতুন কোনো এপিসোড দেয়া হয় এবং আপনার মোবাইল ইন্টারনেট থাকে তাহলে ওই এপিসোড ডাউনলোড হয়ে যাবে।
👍 আপনি নিজে যেকোন জায়গাতে বসে আপনার পছন্দের বিষয়ের উপর পডকাষ্ট তৈরি করতে পারেন অতি সহজে। আপনার মোবাইলেই আপনি আপানর এপিসোড তৈরি করতে পারবেন।
👍 পডকাষ্ট রেডিও থেকে আলাদা কারণ আপনি চাইলে যেকোন শিক্ষামূলক বিষয় নিয়ে পডকাষ্ট তৈরি করতে পারেন এটা পারে বিনোদন বিষয় ছাড়াও এবং এইটাও জনকপ্রিয় হতে পারে।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং ও সফটওয়্যার ডেভলপমেন্ট নিয়ে।
আমার পেজ- ICT CARE

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *