Search English Group of Company টা বন্ধ হয়ে যাচ্ছে এখন কি হবে?

Arifa Khatun

আপু লিফট দিয়ে ওঠার সময়ই হ্যান্ব্যাগের মধ্যে একটু আওয়াজ হয়ে কেঁপে উঠলো,আপু মোবাইল টা বের করে দেখলেন

সার্চ ইংলিশ গ্রুপের সকল এমপ্লয়ীদের দিয়ে যে গ্রুপ আছে সেখানে একটি নিউজ শেয়ার হয়েছে।
নিউজটি এমন- Search English Group of Company বন্ধের মুখে,চাকুরী হারাচ্ছেন অনেক কর্মজীবি।
নিউজটি শোনার পরে আরিফা আপু ভাবছেন- আজ কি আর আমার অফিসে যাওয়া উচিত,নাকি এখান থেকেই চলে যাবো?
এত বড় একটা নিউজ অথচ অফিস থেকে কিছুই জানালো না? এটা ভাবতে ভাবতেই আপু এসে গেলেন অফিসের সামনে।
আপু চিন্তা করে দেখলেন-এই নিউজটা আসলেই সত্যি নাকি গুজব সেটা ও দেখা উচিত,এজন্য তিনি অফিসে ঢুকলেন এবং
দেখলেন- সকলের মাঝে কাজের চাঞ্চল্যতা নেই,বরং একটা চাপা আর্তনাদ আছে। আরিফা আপু কিছুটা আঁচ করতে পারলেন।
এই সময় আপু দেখলেন

Farhana Kanan Lucky

আপুও তার সকল কাজ ফেলে বসে আছেন,তারমানে অবস্থা বোধহয় একটু খারাপ আছে। দুইজনে মিলে কথা বলার

আগেই সেখানে উপস্থিত হলেন

Salauddin Ahmed

ভাই।

সবাইকে ডেকে সালাউদ্দিন ভাই বলতে শুরু করলেন- আরে আপনারা এইসব গুজবে কান দিয়েন না, আপনাদের
এই পরিবেশে থাকার কোন অর্থ নেই।আপনারা কাজে নেমে পড়েন, সব ঠিক হয়ে যাবে।
সালাউদ্দিন ভাই এটা বলেই চলে গেলেন,কিন্তু এদিকে বাকিরা এগুলি বিশ্বাস করতে পারছেন না।কারন হলো- এই কথার বিশ্বাসযোগ্যতা কম কিংবা বলতে পারেন একেবারেই নাই।
এমন সময় কোম্পানির সি ই ও

Razib Ahmed

স্যার ঢুকলেন এবং দেখলেন-সবার মাঝেই অস্থিরতা। স্যার সেটা আঁচ করতে পেরে সবাই কে ডেকে আগেই বসলেন।

স্যার বলছেন- দেখুন আপনাদের অস্থিরতা ও এই মলিন মুখের প্রতিচ্ছবি আমায় বুঝিয়ে দিচ্ছে,আপনারা অনবেক চিন্তিত
আছেন একটা নিউজকে নিয়ে।শুনুন- সকল কোম্পানি বা ব্যাবসার ক্ষেত্রেই ভালো ও মন্দ সময় যায়,আর সেই সময়ে
কারা পাশে থাকে? কোম্পানির ভালো সময়ে যারা ছিলো তারাই। আপনারা এই কোম্পানিকে এত বড় করেছেন,তাই আপনাদের ভবিষ্যত নিয়ে আমরা চিন্তা করেছি বলেই আপনার বড় বড় অনেক গুলি প্রজেক্টের ব্যাপারে কথা চালাচ্ছি,এবং সেখানে আপনাদের স্বতস্ফুর্ত অংশগ্রহন পেলে আমাদের ভালো করা সম্ভব।
একইসাথে আমাদের সকলের একটি ভালো ভবিষ্যত ও পাওয়া সম্ভব সেই জায়গা থেকেই।
এই কথা শুনেই

রোকেয়া প্রীতি

আপু বলে উঠলেন- স্যার আমরা কাজ করতে বদ্ধপরিকর এবং আপনার স্বপ্ন সঠিকভাবে আপনারা লালন করি,কেননা এখানে আমাদের স্বপ্নও জড়িত।

সকলেই কাজে চলে গেলো।
পাঠকগন,কি বুঝলেন?
আমি তিনটা চিত্র ফোটাতে চেষ্টা করেছি-যেখানে আপনারাই জাজ করে দেখুন কোন অংশটি ভালো লেগেছে?
নিশ্চয় রাজীব স্যারের বলা কথা গুলি,কেন?
কারন এই অংশে স্টোরি টেলিং হয়েছে দারুনভাবে,যা বিশ্বাসযোগ্যতা স্থাপন করেছে সবার মনে।
স্টোরি টেলিং এর পাওয়ার কেমন একটু অনুধাবন করি আসুন। এবং নিজেরা শিখে নিই একটু একটু করে,তাহলে লাভ কিন্তু আমাদের সবারই।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *