আমি কিভাবে কাজ করবো, আমি কি শিখবো?

অনেকেই জিজ্ঞাসা করেন যে “ভাইয়া, আমি কি নিয়ে কাজ করলে ভালো হবে? আমি কি এটা শিখতে পারবো?”
আমি সাধারনত এমন প্রশ্নগুলিকে এড়িয়ে যেতে চেষ্টা করি সব সময়।কেননা এমন প্রশ্নের উত্তর আপনাকে কেউ দিতে পারবেনা,এমন বিষয়ে কোন সিকিউর সলিউশন ও কেউ দিতে পারবেনা।
কেননা কেউই আপনাকে এটা বলে দিতে পারবেন না যে আপনি কি
নিয়ে কাজ করবেন কিংবা কি শিখবেন? কেউ সর্বোচ্চ আপনাকে অনেকগুলি স্কিল নিয়ে ধারনা দিতে পারবেন কিংবা প্রসেস নিয়ে আলোচনা করতে পারবেন বাট সিলেকশন আপনার নিজেরই করা উচিত।
  • আপনার প্যাশন, আপনার চাহিদা, আপনার ভালোলাগা এসব আপনাকেই বুঝতে হবে।
  • আপনার পোটেনশিয়ালিটি কোথায়,সেটি আপনি ছাড়া পৃথিবীর কেউই ভালো বলতে পারবে না।
আপনার মোটিভ কি সেটা গুরত্বপূর্ন ।যদি আপনি আপনাকে কোন একটা দিকে স্কিলড বানিয়ে এক্সপার্ট বানাতে চান তাহলে আপনার উচিত এই চারটা প্রশ্ন নিজেকে করা-
  • যে স্কিলটি অর্জন করতে চাইছেন,সেটি অর্জনের জন্য আপনার সময় থেকে ৬-১২ মাস ব্যয় করতে রাজী আছেন কিনা।
  • যদি থাকে তাহলে ২য় স্টেপে যেতে পারেন, “The key is in not spending time, but in investing it.” – Stephen R. Covey
  • আপনি কি স্কিলটি অর্জন করতে গিয়ে আনন্দবোধ করছেন? এটি কি আপনাকে শান্তি দিচ্ছে? নিজের ভালোলাগার বাইরে যেয়ে কাজ না করাটাই ভালো।কারন-
” When love and skill work together, expect a masterpiece.” _ John Ruskin
  • নিকট ভবিষ্যতে আপনার চুজ করা স্কিলটির ডিমান্ড কেমন? ডিমান্ড কমে যাওয়ার বা বেড়ে যাওয়ার সম্ভাবনা কেমন? এটি চুজ করার জন্য আগে কনসাল্ট করুন কোন এক্সপার্টের সাথে।
মাথায় রাখবেন ডিমান্ড অনুসারে আপনাকে এবং আপনার এক্সপার্টাইজকে মূল্যায়ন করা হইয় এখনকার পৃথিবীতে।
  • রিসার্চ করে দেখবেন মার্কেটে আপনার নিশ/সেক্টরের কম্পেটিশন ও কম্পেটিটরস কেমন, যদি কম্পেটিটরস এই সেক্টরে হামাগুড়ি দিয়ে পড়ে তাহলে আপনার ঐখানে জায়গা করে নেওয়া একটু কষ্ট হয়ে যাবে এবং গ্রোথও সুনিশ্চিত হবে না। তাই এই জিনিসটার দিকে খেয়াল রাখবেন।বাট এটা কিন্তু আশার ও কথা।
যদি সব প্রশ্নের উত্তরগুলো আপনার কাছে পজেটিভ ভাবে প্রেজেন্টেড হয়,তাহলে আপনি শুরু করে দিতে পারেন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *