তিন ধরনের মানুষের সাথে না মেশাই উত্তম।

✅ মাতাল– কারন,এই মানুষগুলি এমন অবস্থায় মুলত স্ত্রী ও কন্যার পার্থক্য বুঝতে পারেনা।
✅ নেতিবাচক মানসিকতার মানুষ– এরা, আপনাকে সব সময় নেগেটিভ দিকগুলি বড় করে দেখাবে।
যেমন- রোদে বের হলে চেহারা খারাপ হবে,বৃষ্টিতে ভিযে গেলে সর্দি লাগবে,গোলাপের অনেক কাটা আর খুব ধারালো।
অথচ এই সবগুলির সৌন্দর্য আছে,যা আপনাকে দেখাবেনা তারা কখনোই।
✅ অহংকারী মানুষ– যারা অহংকার করে,তাদের সাথে মেশাই উচিত না।এরা আপনাকে কিংবা আমাকে সম্মাব দিবেনা।আর যারা সম্মান দিবেনা,তাদের সাথে চলার কোন কারন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *