এটা বড় স্বপ্ন দেখায়, বেশি খরচ করায়, আর খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়।
Ego আর উদ্যোক্তা—এই দুই একসাথে চলে না।
Ego এমন এক জিনিস, যা আপনাকে বিশ্বাস করায় যে আপনি এক বিশাল সাম্রাজ্য গড়ছেন—কিন্তু বাস্তবে হয়তো আপনি নিজের পতনের গর্তই খুঁড়ছেন।
অনেক উদ্যোক্তারাই ব্যর্থ হন তাদের দক্ষতার অভাবে না,বরং ব্যর্থ হন Ego চুপ করাতে না পারার কারণে।
Ego আপনাকে নিজের সামর্থ্য অতিমূল্যায়ন করায়,
চ্যালেঞ্জকে ছোট করে দেখতে শেখায়,আর এমন পরামর্শ উপেক্ষা করতে বাধ্য করে, যা হয়তো আপনার ব্যবসাকে বাঁচাতে পারত।
Ego-ই আপনাকে বেশি খরচ করায়, বেশি প্রতিশ্রুতি দিতে বাধ্য করে,আর আসল সাফল্য কতটা কঠিন – তা ভুলিয়ে দেয়।
কিন্তু ব্যবসায় সফলতা আসে নিজের সঠিকতা প্রমাণ করে নয়,সঠিক কাজটা করে।
“আমি আর শেখার, শোনার বা বদলানোর দরকার নেই”—সেই মুহূর্ত থেকেই আপনার পতন শুরু হয়।
কারণ যখন অহংকার নেতৃত্ব নেয়,তখন সিদ্ধান্ত হয় আবেগনির্ভর।পার্টনারশিপ হয় অস্থিতিশীল,আর গ্রোথ হয়ে পড়ে অনিশ্চিত।
তাই বিনয়ী থাকুন, শেখার ক্ষুধা ধরে রাখুন,আর আপনার কাজকেই কথা বলতে দিন—আপনার Ego কে নয়।